করোনার শিক্ষা
তাসনুবা তাহসিন
ষষ্ঠ শ্রেণি
আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ
করোনা ভাইরাস দেয় বুঝিয়ে
এ বিশ্বের কেউ কারো নয়,
আপন জনও থাকে দূরে
মনের ভেতর মৃত্যুভয়।
করোনা বোঝায় মুক্ত লোকের
বন্দিজীবন কেমন হয়,
জেলের পোশাক উঠলে দেহে
অপরাধীর যেমন হয়।
করোনা শুধু শেখায় না ভয়
শেখায় ভালোবাসাও,
কোয়ারান্টাইনে খাদ্য দিয়ে
বেঁচে থাকার আশাও।
করোনা থেকে মৃত্যু এবং
মানবতার শিক্ষা পাই,
মানবসেবায় নিতে হবে
মানবতার দীক্ষা তাই।