প্রাণঘাতী করোনাভাইরাসের উৎস চীনের উহান কিনা তা নিয়ে তদন্তে নামছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএচও)। আন্তর্জাতিক দশজন বিজ্ঞানীর একটি বিশেষজ্ঞদল আগামী মাসে চীনের উহানে গিয়ে এ ভাইরাসের উৎস সন্ধান করবেন।
বেশ কয়েক মাস ধরে আলোচনার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই অনুমতি দিল চীন। এতদিন উহানে স্বাধীনভাবে তদন্ত করতে দিতে রাজি ছিল না দেশটি। এ উৎস সন্ধানের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনা তৈরি হয়। চীনের বিরুদ্ধে করোনার সংক্রমণ গোপন রাখার অভিযোগ তুলেছিল ট্রাম্প প্রসাশন। আবার চীন অভিযোগ করে, যুক্তরাষ্ট্র এই ভাইরাস ছড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই অভিযোগ অস্বীকার করেছে।
উহান ভ্রমণে স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী দলে থাকা জীববিজ্ঞানী ফ্যাবিয়ান লিনড্রেজ বলেন, এই ভাইরাসের জন্য কে দায়ী তা নির্ধারণ করতে নয় বরং ভবিষ্যতে এমন মহামারি নিয়ন্ত্রণের ব্যাপারে তদন্ত করবে স্বাস্থ্য সংস্থা। তিনি বলেন, এটি কে অপরাধী তা খোঁজার কোনো অভিযান নয়। কী ঘটেছিল তা বোঝার জন্যই এই তদন্ত। এ তদন্তের তথ্যের ভিত্তিতে আমরা ভবিষ্যতের ঝুঁকি কমাতে কি করা উচিৎ তা জানার চেষ্টা করব।
এর আগে, ভাইরাস সংক্রমণের শুরুর দিকে ধারণা করা হয় ভাইরাসটির উৎস হুবেই প্রদেশের উহানের পশুপাখির বাজার। আর সেখানেই প্রাণি থেকে মানুষের দেহে ভাইরাসটি সংক্রমিত হয়েছে। তবে পরবর্তীতে বিশেষজ্ঞরা মনে করেন, ভাইরাসটি উহান থেকে শুধু বিস্তার লাভ করেছে, উৎস উহান নয়। বিশেষজ্ঞরা জানান, করোনাভাইরাস কয়েক যুগ ধরেই বাদুড় থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়ে আসছিল কিন্তু তা শনাক্ত করা হয়নি।
সূত্র: বিবিসি।