মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশারী’র উদ্যোগে সচেতনতা ও জীবাণুমুক্তকরণ কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এ কথা বলেন।
আজ ২ মে সকাল ৯ঃ ৩০ মিঃ তিনি নিজে সাবান দিযে হাত ধুয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, করোনাভইরাসের সংক্রমন বিষয়ে এখনো সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব আছে। স্বস্থ্যবিধি মেনে চলা,সামাজিক দূরত্ব অনুসরণ করা প্রভৃতি বিষয়ে সরকারি প্রচারণার পাশাপাশি আলোর দিশারীর মতো অন্যান্য স্বেচ্ছাসেবী গ্রুপ, সংগঠন ও ব্যাক্তিবর্গের উদ্যোগকেও আমরা স্বাগত জানাব। তিনি আলোর দিশারী’ র কর্মীদের বলেন ” জনস্বার্থে নেয়া তোমাদের সকল ভালো উদ্যোগে আমি পাশে থেকে সহযোগিতা করব”।
থানার মোড় এলাকাটি বোরহানউদ্দিন পৌরবাজারে প্রবেশ এবং বাহির হওযার ৩ টি রাস্তার সংযোগ স্থল। স্বাভাবিক অবস্থায় এখানে পথচারি এবং যানবাহন বেশী থাকে। সরেজমিনে দেখা যায়, থানার মোড় এলাকায় কয়েকটি ড্রমে পানি ও সাবান রেখে দিয়ে পথচারীদেরকে হাত ধোয়ানোর জন্য উদ্বুদ্ধ করছে আলোর দিশারীর কর্মীগণ। পথচারী সাধারণ মানুষকে খুশী মনে হাত ধুইতে দেখা গেছে। অনেকে আবার হ্যান্ড সেনিটাইজার লাগিয়ে জীবাণুমুক্ত করছে রিক্সা ড্রাইভারসহ শ্রমজীবি মানুষের হাত। আবার মাস্ক পড়ার জন্যও সচেতন করতে দেখাগেছে মানুষকে। আলোর দিশারীর এমন উদ্যোগের প্রশংসা করেছেন সাধারণ মানুষ।
আলোর দিশারী’র সভাপতি, সরকারি আব্দুল জব্বার কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আল আমিন তানহা বলেন, ভাইরোলজী বিশেষজ্ঞরা বলছেন, মে মাস বাংলাদেশে করোনা সংক্রমনের পিক টাইম। এ দিকে সরকারের ঢিলেঢালা লকডাউনের সুযোগে সাধারন শ্রমজীবি
মানুষ জীবণের প্রয়োজনেই রাস্তায় নেমে পরেছে। তাদের হাতে হতে করোনা মহামারির বিস্তার প্রতিরোধে আমাদের এই মানবিক উদ্যোগ। ভিষ্যতেও আমরা আমাদের যথাসাধ্য দিয়ে বিপন্ন মানুষের পাশে থাকতে চাই।
তিনি আরো বলেন, ” আমাদেরকে অনুপ্রেরণা এবং সহযোগীতা করেছেন ভোলা -২ আসনের এমপি আলহাজ্ব আলী আজম মুকুল এবং বোরহানউদ্দিনের পৌরমেয়র রফিকুল ইসলাম। আমরা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরমেয়র আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, আওয়ামী লীগের উপজেলা কমিটির সভাপতি জসিমউদদীন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, সরকারি আবদুল জব্বার কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি আরিফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।