আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সম্প্রতি করোনাতঙ্কে সাতক্ষীরায় চিকিৎসা ব্যাবস্থার নাজুকতা দেখা দিয়েছে?
যতদুর সম্ভব সব ধরনের রুগিদের এড়িয়ে চলছেন হাসপাতাল ও ক্লিনিক গুলির ডাঃ ও সেবিকারা.
যার প্রমাণ মিলেছে গত পহেলা মে সকালে সদর হাসপাতালের জরুরী বিভাগের বাইরেই ভ্যানের উপর এক প্রসূতির সন্তান প্রসবের মধ্যদিয়ে?
এদিকর ব্যাঙের ছাতার ন্যায় গজিয়ে ওঠা সাতক্ষীরা শহরে শত শত ক্লিনিক থাকলেও কয়েক জায়গায় ঘুরে ও মেলেনি উকবত প্রসুতি মায়ের ডেলিভারি চিকিৎসা!
উপায়ন্ত না পেয়ে ওই দিন সকালে তারা ছুটে যান সাতক্ষীরা সদর হাসপাতালে।
সেখানে জরুরি বিভাগের সাহায্য সহায়তা না পেয়ে প্রসুতির পানি ভাঙতে থাকায় সঙ্গে থাকা মা শ্বাশুড়ির সহযোগিতায় ভ্যানের উপরেই কাপড় টাঙিয়ে সন্তান ডেলিভারি করান ওই প্রসুতি গৃহবধূর।
সরেজমিনে জানা গেছে, সাতক্ষীরা সদরের কাটিয়া ঝুটিতলা ঋষিপাড়া এলাকার বাসিন্দা শ্রী পরেশ চন্দ্র দাশ এর কন্যা ও সদরের ছনকা গ্রামের নরসুন্দর বিধান কুমার দাশের স্ত্রী অন্তঃসত্ত্বা শিমুলী রাণী (১৯) এর প্রসব বেদনা উঠলে প্রথমে সিবি হাসপাতাল, ডক্টর ল্যাব ও পরে সদর হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানকার কেউ বিষয় টি আমলে নেয়নি?
ডাক্তার বা কোন নার্সের সহযোগিতা না পেয়ে হাসপাতালের বাইরে ভানের উপরেই সন্তান প্রসব করান তারা..?
পরবর্তীতে প্রসুতি মা ও তার সদ্যপ্রসুত সন্তানকে নিয়ে তারা বাড়ি অভিমুখে রওনা হন।
তবে আশার কথা হলো সরেজমিনে আজ সকালে ঝুটিতলা পরিদর্শনে সন্তানসহ প্রসুতি মাকে সুস্থ অবস্থায় দেখা গেছে।
এব্যাপারে সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ সাফায়ত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয় টি তখন জানতেন না বলে জানান,
তিনি আরো জানান বিষয় টি সত্যি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।