গত ম’ঙ্গলবার জনস্বার্থে এবং বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্তসা’পেক্ষে গণপরিবহনের পুরোনো ভাড়ায় ফিরে যাওয়ার বি’ষয়টি সরকার চিন্তা ভাবনা করছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক অনুষ্ঠানে শিগগিরই গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাওয়ার সি’দ্ধান্ত আসতে পারে বলেও জানিয়েছিলেন তিনি।
১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় চলবে গণপরিবহন। বি’ষয়টি গণমাধ্যমে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
অর্থাৎ আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে সাধারণ ভাড়ায় ফিরছে গণপরিবহনগু’লো।
গত ৩১ মে সরকার আন্তঃজে’লা বাস পরিষেবাসহ সব বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে। করো’নার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মোট আসনের অর্ধেক যাত্রীকে নিয়ে যানবাহন চলাচলের শর্ত হিসেবে বাস ভাড়া বাড়ানো হয়।
তবে সাম্প্রতিক দিনগু’লোতে দেখা যায়, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ভাড়াও নেওয়া হচ্ছে বর্ধিত হারে। এজন্য বিভিন্ন সংগঠন থেকে বর্ধিত ভাড়া বাতিলের দাবি ওঠে।