কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা তরগাঁও খেয়াঘাট সংলগ্ন চরে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কারণে কর্মহীন অসহায় বিপাকে পড়া বেদে সম্প্রদায়ের সমাজের অবহেলিত নিম্নআয়ের মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম ।
৩ মে রবিবার বিকালে উপজেলা তরগাঁও খেয়াঘাট সংলগ্ন চরে অস্থায়ী বসবাসরত অসহায় ও হতদরিদ্র বেদে সম্প্রদায়ের ৩৯ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
পুলিশ সুপার শামসুন্নাহার বলেন করোনার এই দুঃসময়ে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত। বিশেষ করে যারা দিন আনে দিন খায়- তাদের অবস্থা খুবই করুন। বিশেষ করে বেদেরা চরম দুঃসময় পার করছে। তাই আমাদের পক্ষ থেকে যথাসম্ভব ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করার চেষ্টা করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডাঃ নন্দিতা মালাইকার, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।