একটু করো করুণা
_________________________
।।আজহারুল ইসলাম সাদী।।
_________________________
না জানি কার পাপে আজ স্পর্শ কাতর ছুঁয়ে যাচ্ছো ঘাতক ব্যধি হে করোনা।
তুমি নিষ্পেষিত করেছে আকুল হৃদয়
ব্যাকুল হয়ে কাঁদছে কত শত শোকাতুর পরিবার।
স্বজন হারার চোখেমুখে বিষ্ময়ের নেই সীমা!
আতঙ্কপিড়িত তোমাতে আজ বৈশ্বিক জনপদ।
তুমি একটু করো করুণা
নয়তো ধ্বসিবে অকালে এ বিশ্ব।
তোমার করুণাহীন নিষ্পেষিত আক্রোস
বন্দ করো একটু দয়াশীল হও
হও তুমি ভষ্ম।
তোমার আক্রোসে কাঁদিছে মা কাঁদিছে পিতা
কাঁদিছে সন্তান আত্নীয় বহু স্বজন।
তোমার আতঙ্কে বিনা চিকিৎসায় মরছে কতেক তাজা প্রাণ।
তোমার ছোঁয়াছে আতঙ্কে মৃত্যুকে ও করিছে স্বজনেরা পর!
রাস্তায় রয়েছে অবহেলিত লাশ
ছুঁবেনা কেহ যদি তুমি করো আক্রমণ।
তোমার সন্দেহে নিষ্প্রাণ সাংবাদিক আব্দুস সালাম বিনা চিকিৎসায় ফেরত হাসপাতাল,
অবশেষে ঢলিল করুণ মৃত্যুর কোলে
কে নেবে এ দ্বায় ডাক্টার নাকি তুমি?