হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃ’ত্যুতে গভীর শো’ক ও ’দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।





বিবৃতিতে তিনি ম’র’হুম আ’ল্লামা শাহ আহমদ শফীর আত্মার মা’গফে’রাত কাম’না এবং তার শো’কসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও অনুসারীদের প্রতি গ’ভীর সম’বেদনা জ্ঞাপন করেন।





বিবৃতিতে তিনি বলেন, ‘আল্লামা শাহ আহমদ শফী ইসলামি শিক্ষা প্রসার ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অব’দান রেখে গেছেন।





পবিত্র কোরআন ও হাদিসের বাণী প্রচার এবং ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে তিনি সারাজীবন কাজ করেছেন। তার মৃ’ত্যুতে মুসলি’ম উম্মাহ একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদকে হারিয়েছে।’





এর আগে, আল্লা’মা শাহ আহমদ শফী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা’য় রাজধানীর আজগর আলী হা’সপা’তালে চিকি’ৎসাধী’ন অবস্থায় শেষ নিঃ’শ্বা’স ত্যা’গ করেন।





বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা শফীর ভাগ্নে তাউহীদ ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।