কাওসার হোসাইন:
আশুলিয়া গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের নবীনগর এরিয়া অফিসের উদ্বোধন করা হয়েছে। সোমবার রাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আশুলিয়ার এলাকায় নবীনগর চন্দ্র মহাসড়কের কাইটাবাড়ি সংযোগ সড়কের মাথায় বায়ার্স চাইনিজ রেস্টুডেন্ট এর দোতালায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের নবীনগর এরিয়া অফিসের উদ্বোধনের শুভ সূচনা করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিপি আমিনুল ইসলাম,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসবিপি জাফর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিআইপি আবু তাহের, ডিআর এম মিসেস শামসুন নাহার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবীনগর অফিসের এরিয়া ম্যানেজার মোহাম্মদ আলী।
এ সময় নবীনগর এরি অফিসের কর্মকর্তা বিভাগ গ্রহীতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত নেতৃবৃন্দের মাঝে রাতের খাবার সরবরাহ করা হয়।