মেহেরপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়া ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।
আতাউল হাকিম মুক্তিযোদ্ধা ইয়ুথ ক্যাম্পের প্রশিক্ষক, সংগঠক ও মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আতাউল হাকিমের ছোট ভাই একে এম ফজলুল করিম খোকন মিয়া।
আজ বাদ আসর হোটেল বাজার জামে মসজিদে জানাজার নামাজ শেষে মেহেরপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, পুলিশের একটি চৌকস দল তার প্রতি রাষ্ট্রীয় সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন।
আতাউল হাকিম মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতে কুড়ুলগাছি ইয়ুথ ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মেহেরপুরের ক্রীড়াঙ্গন থেকে শুরু করে মুক্তিযোদ্ধা এবং তৃণমূল পর্যায়ে মানুষের সেবা করার জন্য বিভিন্নভাবে কাজ করে গেছেন।
তার মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর রিপোর্টার্স ক্লাব, বিভিন্ন ক্রীড়া সংগঠন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।