মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি:
করোনা ভাইরাস আইইডিসিআর সেবার হটলাইন নম্বরে অকারণে কল দেয়ার অপরাধে মেহেদী হাসান (১৭) নামে কিশোরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার ভালাইন ইউনিয়নের ভালাইন (উত্তরপাড়া) গ্রামে তাদের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক মেহেদী হাসান নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউপির ভালাইন (উত্তরপাড়া) গ্রামের আব্দুল মজিদের ছেলে।
মান্দা থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, আইইডিসিআর সেবা হটলাইন নম্বরে কারণে-অকারণে জ্বর-সর্দির অযুহাতে কল দিয়ে অাজে বাজে অপ্রত্যাশিত কথা বলে নম্বরটি অধিকাংশ সময় ব্যস্ত রাখত মেহেদী হাসান। এ ঘটনায় ঢাকার গুলশান থানায় একটি মামলা হয়। অার এ মামলায় মঙ্গলবার রাতে তাকে বাড়ি থেকে আটক করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানোর পক্রিয়া চলছে।