টিফিনের টাকায় সারা দেশে এক লাখ গাছের চারা বিতরণ কর্মসূচীর বাস্তবায়নে শনিবার বেলা ১২ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার অাশুগঞ্জে অাড়াইসিধা কে, বি উচ্চ বিদ্যালয় মাঠে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ করে কর্মসূচীর উদ্বোধন করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার অালম সোহেল।
‘লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করব দেশটা’ এই শ্লোগানকে সামনে রেখে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, ওষুধি ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মমিনুল হক রুবেল, সাংগঠনিক সম্পাদক রাসেল অাহমেদ অাশিক, অাশুগঞ্জ উপজেলা শাখার সভাপতি উৎস, সাধারণ সম্পাদক শাহিন ও শাখার সদস্যবৃন্দ।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল জানান, এর আগে গত ৫ জুলাই থেকে ৩৯টি জেলায় ভ্রাম্যমাণ ৭৪ হাজার ৯০০ গাছের চারা বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যদের জমানো টাকায় কেনা গাছের চারা গ্রামের বিভিন্ন বাড়ি ও রাস্তায় পথচারীদের উপহার দেওয়া হচ্ছে। তিনি জানান, প্রতি বছরের মতো এবছরও ১ লাখ চারা বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে।




