মিঠু মুরাদ
ব্যুরো চীফ, লালমনিরহাট
লালমনিরহাট জেলার জনপ্রতিনিধিদের বিরাট একটা অংশ নিজেদের হোম কোরান্টাইন এ আবদ্ধ রেখে সকলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন। সাধারন মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা নিজের প্রতিবেশী/আত্মীয়স্বজনদের থেকে ও দুরত্ব বজায় রেখেছেন। ঘরমুখো জনসেবক দের ভীড়ে এমন ও কিছু কিংবদন্তী জন্ম নেয় যাদের জন্ম হয় নিপীড়িত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে। গোটা বিশ্ব তথা বাংলাদেশের ভাগ্যাকাশে যখন মহাসংকট ঘূর্ণায়মান তখন হাতিবান্ধা পাটগ্রামের সাধারন শ্রেণীপেশার মানুষের ফ্রন্টলাইনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন সংসদ সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি ।
দূর্যোগকালীন এই সময়ে পাটগ্রাম হাতীবান্ধার মানুষের নাগরিক অধিকার শতভাগ খাদ্যসামগ্রী নিশ্চিত করতে বদ্ধপরিকর তিনি । লালমনিরহাট (০১)আসনের সাংসদ ও লালঃ জেলা আওয়ামীলীগ এর সভাপতি মোতাহার হোসেন এমপি
কোভিড ১৯ সংক্রমন এর ডেডলাইনের দুদিন আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন মোতাহার হোসেন এমপি মহোদয় সাধারণ মানুষের জরুরী সেবা নিশ্চিত করতে খাদ্যদ্রব্য সামগ্রী মজুদ, জরুরী স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গ্রহণ করেছেন যথাযথ পদক্ষেপ। তার বিচক্ষণ নেতৃত্বের দ্বাড়া আওয়ামী পরিবারের সকল অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগাচ্ছেন এই দূর্যোগকালীন সময়ে ।
দুঃস্থ সুবিধাবঞ্চিত মানুষের দ্বাড়ে নিত্যপ্রয়োজনিয় দ্রব্য পৌঁছে দিতে উপজেলার সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের কাজে লাগিয়েছেন।সীমান্ত পাশ্ববর্তি জেলা হিসেবে বহিরাগত দর্শনার্থীদের সমাগমে এই ভাইরাস সংক্রমন ঝুঁকি এড়াতে কঠোর নজরদারি করছেন নিজেই। বহিরাগত জান চলাচলে শিথিলতা বজায় রেখে চলেছেন। দূর্যোগ মোকাবেলা করতে যতটুকু বিচক্ষণতা প্রয়োজন তার সবটুকুর দেখা মেলে এর চরিত্রে। সাধারন মানুষ কে অভয় দিয়ে মানসিক শক্তির যোগান দিচ্ছেন এবং জানান দিচ্ছেন -মোতাহার হোসেন এমপি বলেন আমার জীবদ্দশায় এই অঞ্চলের একটি মানুষকে ও অভুক্ত থাকতে দেবো না।দূর্যোগ কিনবা জাতীর যে কোন সংকট নিরসনের যে পথ দেখালেন জননেতা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি তা আগামীর প্রজন্মকে এই পথে অগ্রসর হবার শিক্ষা দিয়ে যাক অনন্তকাল।
মানবতাবাদ মনুষ্যত্ব সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং বিচক্ষণ নেতৃত্বের উৎকৃষ্ট উদাহারন। তাই করোনা ভাইরাস এর চিন্তা না করে ছুটে চলছেন দুই উপজেলার প্রতিদিন ইউনিয়ন পরিষদে পাড়া মহল্লায় খাদ্যসামগ্রী পৌঁছেদিচ্ছে তিনি। আজ হাতীবান্ধা উপজেলা গড্ডিমারী ইউনিয়ন ৬৬৫ পরিবারে খাদ্যসামগ্রী ও ৩৫ টি পরিবারে শিশুখাদ্য বিতরন কালে প্রতিনিধিকে জানান করোনা ভাইরাস মোকাবেলা সচেতনতা সৃষ্টি মোকাবেলা যেমন জরুরি সেই সাথে অসহায় মানুষের চিন্তা করে ঘড়ে বসে থাকতেও পারিনা। বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা সাংগঠনিক সম্পাদক আবু বক্কর শ্যামল ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাঃআতিয়ার রহমান সহ অনেকে।